ফরিদাবাদ, ১১ এপ্রিল (হি. স.) : হরিয়ানার ফরিদাবাদে জাতীয় সড়কের কাছে একটি বেসরকারি স্কুলের বাসে হঠাৎ আগুন লাগে। যদিও অল্পের জন্য রক্ষা পেয়েছে শিশুরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে।
একটি বড় দুর্ঘটনা এড়ানো গেল। একটি বেসরকারি স্কুলের বাসে হঠাৎ আগুন লাগলেও চালকের সতর্কতার কারণে বাসে বসা সব শিশুকে সময়মতো নিরাপদে নামানো হয়। একটি দোকানও বাসে আগুনের কবলে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা।
বাসের চালক ভগত জানান, যে সময় বাসে আগুন লাগে তখন স্কুলের প্রায় ৮-১০ জন শিশু বাসে বসে ছিল। বাসটি জিটি রোডে পার্ক করা ছিল, যখন হঠাৎ ধোঁয়া বের হতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই বাসটিতে আগুন ধরে যায়। চালক সময়মতো বাসে বসা ৮-১০ শিশুকে নামিয়ে দেন।