ভূমিকম্প প্রতিরোধে মহড়া অনুষ্ঠিত কমলপুরে

আমবাসা(ত্রিপুরা ), ১১ এপ্রিল (হি. স.) : বিপদ সংকেত সূচক সাইরেনের আওয়াজ, অ্যাম্বুলেন্সের ছুটাছুটি, সিভিল ডিফেন্স, সীমান্ত রক্ষী বাহিনী এবং বিভিন্ন এনজিও র সদস্যদের উদ্ধার কাজ এবং আহতদের চিকিৎসা প্রদান ও মৃতদেহ গুলোকে উদ্ধার করা। ভূমিকম্পের বিপর্যয় মোকাবিলায় যে ভাবে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পরে দ্বায়িত্বপ্রাপ্ত সংস্থা, সংগঠন এবং প্রশাসন, ঠিক সেভাবেই ভূমিকম্প জনিত বিপর্যয় মোকাবিলা মহড়া সম্পন্ন হলো মঙ্গলবার ধলাই জেলার কমলপুর মহকুমায়।

এদিন মহকুমা প্রশাসনের উদ্যোগে সরকারি বিভিন্ন দফতর, সিভিল ডিফেন্স, সীমান্ত রক্ষী বাহিনী এবং এনজিওর অংশগ্রহণে কমলপুর টাউন হলকে স্টেজিং এরিয়া হিসাবে ঘোষণা করা হয়েছিল। এদিকে, কমলপুর মহকুমা শাসকের কার্য্যালয়, কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং মহকুমা হাসপাতালকে আক্রান্ত এলাকা হিসাবে উদ্ধারকার্য চালানো হয়েছিল। রিলিফ ক্যাম্প এবং অস্থায়ী হাসপাতাল হিসাবে দেখানো হয়েছিল কৃষ্ণচন্দ্র দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়কে।

এদিনের কর্মসূচি সম্পর্কে মহকুমা শাসক এল ডারলং জানান, ভূমিকম্প জনিত বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে আমাদের প্রস্তুতি যাচাই করতে এবং সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে গোটা রাজ্যের সঙ্গে কমলপুর মহকুমাতেও আজকে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে। এর উদ্দেশ্য হল আগাম সতর্কতা এবং প্রস্তুতি। যারা এতে অংশগ্রহণ করেছেন তাদের সকলকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।