বাইকের ধাক্কায় মৃত্যু রাজমিস্ত্রির

আগরতলা, ১১ এপ্রিল(হি. স.) : কাজ সেরে বাড়ি ফেরার পথে বাইকের ধাক্কায় গুরতর আহত হয়েছিল দুইজন রাজমিস্ত্রি। ঘটনা সোমবার রাতে বোধজং নগর থানায় অন্তর্গত দূর্গা চৌধুরীপাড়া এলাকায়। দমকলকর্মীরা তাঁদেরকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় উসমান মিয়া(৩২)-র মৃত্যু হয়েছে।

জনৈক এলাকাবাসী জানিয়েছেন, সোমবার রাতে বোধজংনগর থানার অন্তর্গত দূর্গা চৌধুরীপাড়ায় কাজ সেরে বাড়ি ফিরছিলেন দুইজন রাজমিস্ত্রী। রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় অপর বাইক এসে তাদেরকে ধাক্কা দেয়। তাতে বাইক চালক সহ উসমান মিয়া গুরুতর আহত হয়েছেন। এলাকাবাসী ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেয় দমকলবাহিনীকে। দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে যান। আজ সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উসমান মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়েন।

তিনি আরও জানিয়েছেন, উসমান মিয়া আড়ালিয়া মুসলিম পাড়ার বাসিন্দা ছিলেন। বাইক চালক আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।