দেশ-বিরোধী শক্তি আম আদমি পার্টিকে রুখতে চাইছে : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.) : আম আদমি পার্টি (আপ) জাতীয় দলের মর্যাদা পেয়েছে, আর তাতে উচ্ছ্বসিত দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল। একইসঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেছেন, দেশ-বিরোধী শক্তি আম আদমি পার্টিকে রুখতে চাইছে। মনীশ সিসোদিয়ার একটাই অপরাধ ছিল, তিনি দরিদ্রদের শিশুদের স্বপ্নকে ডানা দিতে চেয়েছিলেন, সত্যেন্দ্র জৈন সকলের চিকিৎসা বিনামূল্যে করেছিলেন, দেশ-বিরোধী শক্তি দু’জনকে জেলে পুরেছে, দু’জনই ভগত সিংয়ের শিষ্য। প্রসঙ্গত, অরবিন্দ কেজরীওয়ালের আম আদমি পার্টি (আপ) পেয়েছে জাতীয় দলের মর্যাদা।

এরপর মঙ্গলবার দলীয় স্বেচ্ছাসেবক ও কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন দিল্লির মুখ্যমন্ত্রী ও আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। তিনি এদিন বলেছেন, ২০১২ সালের ২৬ নভেম্বর আপ তৈরি হয়েছিল। এখন ১০ বছর পর আপ জাতীয় দলে পরিণত হয়েছে। দেশে ১৩০০টি দল রয়েছে, ৬টি জাতীয় দল। আপ ৩টি দলের মধ্যে একটি, যে দলের একটিরও বেশি রাজ্যে সরকার রয়েছে। আমি সমস্ত কর্মী, ভোটার, সমালোচকদের ধন্যবাদ জানাই। কেজরিওয়াল আরও বলেছেন, কোথা থেকে কোথায় চলে এসেছি আমরা, ঈশ্বরও চাইছে আমরা দেশের জন্য কিছু করি।