ভারত সফরে ইউক্রেনের উপ বিদেশমন্ত্রী এমিনি জাপারোভা, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

নয়াদিল্লি, ১০ এপ্রিল (হি.স.): ইউক্রেনের বিদেশ দফতরের প্রথম উপ বিদেশমন্ত্রী এমিনি জাপারোভা চারদিনের ভারত সফরে সোমবার নতুন দিল্লিতে আসছেন। সফরকালে তিনি বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চলীয় দেশগুলির দায়িত্বে থাকা সচিব সঞ্জয় ভার্মার সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে ইউক্রেনের বর্তমান পরিস্থিতি ছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে তাঁরা আলোচনা করবেন।

সফরকালে জাপারোভা বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখির সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে। সোমবার দিল্লিতে আসার পরই, সফরের শুরুতেই বিদেশ মন্ত্রকে যান ইউক্রেনের বিদেশ দফতরের প্রথম উপ বিদেশমন্ত্রী এমিনি জাপারোভা।