নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ কৈলাশহর এলাকার বাসিন্দা রুপসা বেগম দীর্ঘদিন আগে মানসিক রোগে আক্রান্ত হয়ে পরে৷ তারপর তার পরিবারের লোকজন বহু চিকিৎসা করিও কোন কাজ হয়নি৷ অবশেষে শনিবার গভীর রাতে ঘুমিয়ে থাকা তার ১৩ বছরের সন্তানকে ধারালো দা দিয়ে শরীরে এবং মাথার মধ্যে বেশ কয়েকটি আঘাত করে এতেই রক্তাক্ত হন ১৩ বছরের নাবালক পুত্র৷ তার চিৎকার শুনে ছুটে আসে পাশের বাড়ির লোকজন এবং ছুটে আসে৷ রক্তাক্ত অবস্থায় সাইদুল হোসেন কে উদ্ধার করে কৈলাশহর হাসপাতালে নিয়ে যান সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালের রেফার করা হয়৷ বর্তমানে গুরুতর আহত অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন সাইদুল ইসলাম৷ মায়ের হাতে সন্তান আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷
2023-04-09

