নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ রাজধানী আগরতলা শহরসহ রাজ্যের সর্বত্রই এবছর চৈত্র সেল ব্যাস জমে উঠেছে৷ ক্রেতা বিক্রেতাদের ফিরে বাজার হাট জমজমাট হয়ে উঠেছে৷ এ বছর প্রকৃতি ও অনেকটাই সদয় বলা যেতে পারে৷ ইতিমধ্যেই চৈত্র সেলে ব্যবসা করে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে৷ এবছর ৪ এপ্রিল থেকে শুরু হয়েছে চৈত্র সেল রাজধানীর শকুন্তলা রোড ও ওরিয়েন্ট চৌমুহনী রাস্তার দুই পাশে৷ আগরতলা পুর নিগম থেকে ব্যবসায়ীদের বিনামূল্যে ব্যবসা করার সুযোগ করে দেওয়া হয়েছে৷ চৈত্র মেলার ষষ্ঠ দিনে শকুন্তলা রোডে মেলা ঘুরে দেখতে যান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, মেয়র ইন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, টাউন বড়দোয়ালি মণ্ডলের সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যরা৷ তারা ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন৷ তাদের মধ্যে লাড্ডু ও জল বিতরণ করেন৷ কেমন চলছে ব্যবসা সেসব সম্পর্কে অবগত হন মেয়র৷ তিনি জানান, ব্যবসা ভালই চলছে৷ তিনি এও জানান, আগামী দিনে স্বাচ্ছন্দ্যে ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে ব্যবসা করতে পারেন সেজন্য একটি জায়গা তৈরি করে দেওয়া হবে৷ ক্রেতারাও যাতে নির্বিঘ্নে জিনিস পত্র কিনতে পারেন৷
2023-04-09