গঙ্গাসাগর, ৯ এপ্রিল (হি. স.) গঙ্গাসাগরের কপিল মুনির মন্দির সংলগ্ন এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। রবিবার সকালে উদ্ধার হয় দেহটি।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালবেলা পথচারীরা প্রাতঃভ্রমণে বেরিয়ে দেখতে পায় কপিলমুনি মন্দির সংলগ্ন শিবির চত্বরে একটি দেহ ভেসে রয়েছে নদীতে। এরপরই তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা সাগর কোস্টাল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে কাকদ্বীপ পুলিশ মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে এখনো পর্যন্ত ওই অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির নাম এবং পরিচয় জানা যায়নি। কিভাবে এলো এই মৃতদেহ কারই বা এই মৃতদেহ গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে সাগর কোস্টাল থানার পুলিশ

