বেগুসরাই, ৮ এপ্রিল(হি.স.) : শনিবার বিহারের বেগুসরাই জেলার সিমারিয়া গঙ্গায় নমামি গঙ্গে কর্মসূচির অধীনে সিক্সলেন রোড ব্রিজের পূর্বে নির্মিত মই ঘাট পরিদর্শন করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী গিরিরাজ সিং।
গঙ্গার তীরে পৌঁছে গিরিরাজ সিং ভক্তদের সুবিধার্থে কাজ করা সংস্থার প্রতিনিধিকে কাজ করার নির্দেশ দেন। এর পাশাপাশি তিনি সিমারিয়া গঙ্গাতটে উপস্থিত লোকজনের সাথে মতবিনিময় করেন এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্প সম্পর্কে অবহিত করেন।
গিরিরাজ সিং বলেন, নমামি গঙ্গে সিমারিয়া ঘাটে প্রয়োজনীয় সুবিধা তৈরি করা হচ্ছে। সিমরিয়ায় চলছে ঘাট, চেঞ্জিং রুম, পানীয় জল ইত্যাদি নির্মাণ কাজ। পরিদর্শনের সময় প্রয়োজনীয় অনুভূত অন্যান্য জিনিসগুলির জন্য প্রচেষ্টা করা হবে। প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ৬৩ মিটার দীর্ঘ এবং ২৫ মিটার চওড়া মই ঘাট নির্মাণ এবং গঙ্গা তীরের সৌন্দর্যায়নের কাজ এনবিসিসি সংস্থার দ্বারা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেগুসরাই বিধায়ক কুন্দন কুমার, বিজেপি জেলা সভাপতি রাজীব ভার্মা, সাংসদ প্রতিনিধি অমরেন্দ্র কুমার অমর, কৃষ্ণ মোহন পাপ্পু, কুন্দন ভারতী, সুমিত সানি, কেশব শাণ্ডিল্য এবং মৃত্যুঞ্জয় কুমার বীরেশ এবং অন্যান্য কর্মীরা।