প্রাইজমানি রেটিং দাবা শুরু আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৮ এপ্রিল।।রেটিং দাবা প্রতিযোগিতা শুরু আগামীকাল। চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। এন এস আর সি সি-‌র দাবা হলঘরে হবে আসর। রাজ্য দাবা সংস্থার উদ্যোগে প্রথমবর্ষ ওই আসরের মোট প্রাইজমানি ৩৩ হাজার টাকা। প্রতিদিন দুই রাউন্ড করে হবে খেলা। আজ সকাল সাড়ে ১০ টায় হবে প্রথম রাউন্ডের খেলা। জানা গেছে, প্রায় ৭০ জন দাবাড়ু আসরে অংশ নিয়েছে।‌