নয়াদিল্লি, ৮ এপ্রিল (হি.স.): আগামী ১০-১১ এপ্রিল দুই দিনের সফরে উত্তর-পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশ সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। দুই দিনের এই সফরে অরুণাচল প্রদেশে একগুচ্ছ কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
সরকারি সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১০-১১ এপ্রিল অরুণাচল প্রদেশ সফরে যাচ্ছেন। সফরের প্রথম দিনে তিনি ১০ এপ্রিল অরুণাচল প্রদেশের আনজাও জেলার সীমান্ত গ্রাম কিবিথুতে ”ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম”-এর সূচনা করবেন। এছাড়াও আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।

