অটোয়া, ৭ এপ্রিল (হি.স.) : কানাডার কুইবেক প্রদেশে তুষার ঝড়ে দুইজন নিহত হয়েছেন। ঝড়ে রাজ্যের বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তুষারঝড়ের সাথে প্রবল বর্ষণ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে, গাছ ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে লাখ লাখ ঘর অন্ধকারে নিমজ্জিত হয়েছে।
তুষার ঝড়ে কুইবেক প্রদেশে ব্যপক ক্ষতি হয়েছে। প্রবল ঝড় ও ভারী বর্ষণে রাজ্যের লক্ষাধিক বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ কারণে লাখ লাখ মানুষ অন্ধকারে বসবাস করতে বাধ্য হচ্ছে। কুইবেকের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা হাইড্রো কুইবেক বলছে, শুক্রবার রাতের মধ্যে ৭০-৮০ শতাংশ বাড়িতে পরিস্থিতি স্বাভাবিক হবে। তা সত্ত্বেও সাত-আট লাখ মানুষ বিদ্যুৎবিহীন জীবনযাপন করতে বাধ্য হবে।
সবচেয়ে ভয়াবহ সংকট দেখা দিয়েছে মন্ট্রিল শহরে। যাইহোক, বিদ্যুতের সঙ্কটযুক্ত অঞ্চলগুলির জন্য, কানাডা সরকার দ্রুত জরুরি আশ্রয়ের ব্যবস্থা করেছে, যেখানে লোকেরা রাত কাটাতে পারে। কানাডায় তুষার ঝড়ের পর অনেক এলাকায় বরফের সাদা চাদর ছড়িয়ে পড়েছে। গাছ উপড়ে বেশ কিছু বাড়িঘর ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। যে দু’জনের মৃত্যু হয়েছে, তাও গাছ পড়ে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন যে এই কঠিন সময় কিন্তু মানুষকে সাহায্য করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হচ্ছে।

