কাজিরঙা জাতীয় উদ্যানের নান্দনিক পরিবেশ উপভোগ রাষ্ট্রপতি দ্রৌপদীর

কাজিরঙা (অসম), ৭ এপ্রিল (হি.স.) : জিপ সাফারি করে কাজিরঙা জাতীয় উদ্যানের নান্দনিক পরিবেশ উপভোগ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

আজ শুক্রবার কাজিরঙা জাতীয় উদ্যান হাইস্কুলের ময়দানে ‘গজ উৎসব’-এর উদ্বোধন করেছেন রাষ্ট্রপতি। ‘গজ উৎসব’-এর উদ্বোধনী কাৰ্যক্ৰমের আগে সকালে পার্কে হাতির স্যালুট গ্রহণ করেছেন তিনি। এছাড়া বিহু ও রাজ্যের অন্যান্য জনগোষ্ঠীয় নাচ-গান, ফুটবল, কুচকাওয়াজ, রেস সহ বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে এগুলোর আনন্দ উপভোগ করেছেন রাষ্ট্ৰপতি।

তাঁর অসম সফরের দ্বিতীয় দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কাজিরঙা জাতীয় উদ্যানের ভিতরে রোমাঞ্চকর জিপ সাফারিতে গিয়েছিলেন। আধিকারিকদের সাথে মুর্মু মিহিমুখ পয়েন্ট থেকে পার্কে প্রবেশ করে বিরল এক শৃঙ্গের গণ্ডার, বুনো মহিষ, হরিণ, বিভিন্ন প্রজাতির পাখি সহ অন্য বন্যপ্রাণীর সাক্ষী হয়ে এক অনন্য আনন্দদায়ক অভিজ্ঞতা লাভ করেন। পার্কের ভিতরে হাতিদের খাইয়েছেনও তিনি, যা এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *