বিশ্বের বৃহত্তম দল বিজেপি সর্বদা জাতির সেবায় নিবেদিত: গিরিরাজ সিং

বেগুসরাই, ৬ এপ্রিল (হি. স.) : বৃহস্পতিবার প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) । এই উপলক্ষে সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় অভিনন্দন জানানোর ভিড়। টুইটারেও এদিন ট্রেন্ডিংয়ে বিজেপির প্রতিষ্ঠা দিবস।

কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী ও পঞ্চায়েতি রাজ মন্ত্রী গিরিরাজ সিং বলেন, বিশ্বের বৃহত্তম দল বিজেপি সর্বদা জাতির সেবায় নিবেদিত, জনসেবায় নিবেদিত এবং ভারতের গণতন্ত্রের প্রকৃত বাহক। বিজেপির ৪৪তম প্রতিষ্ঠা দিবসের শুভ উপলক্ষ্যে সমস্ত কর্মীদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। তিনি বলেন, দুই সদস্য নিয়ে সংসদ ভবনের ইনিংস শুরু করা বিজেপি শুধু দেশের নয়, বিশ্বের সবচেয়ে বড় দল। এই অবস্থান সহজে অর্জিত হয়নি, এর পেছনে সবচেয়ে বড় অবদান রয়েছে সেই কর্মীদের যারা কখনও মাঠ ছাড়েন নি।

এমনকি সমাজের প্রান্তিক ব্যক্তির সাথেও যোগাযোগ রাখে । তাদের সমস্যা সমাধানের জন্য ও সমাজের সকল স্তরের জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত থাকায় বিজেপি এই অবস্থান অর্জন করেছে।