উত্তরাখণ্ড : ৩.০ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরকাশী

উত্তরকাশী, ৬ এপ্রিল (হি. স.) : ৩.০ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরকাশী। বিপর্যয় ব্যবস্থাপনা কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভূমিকম্পের কেন্দ্রস্থল উত্তরকাশী জেলা সদরের কাছে মান্দো গ্রামের জঙ্গলে। ভূমিকম্পে জেলায় কোনো ক্ষয়ক্ষতির খবর নেই।

বৃহস্পতিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। আতঙ্কে মানুষ ঘর থেকে বেরিয়ে আসে। ভূমিকম্পের তীব্রতা কম থাকা কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

গত কয়েকদিনে উত্তরকাশী জেলায় বেশ কয়েকবার ভূমিকম্প হয়েছে। ২১শে মার্চ উত্তরাখণ্ডের পাহাড়ি জেলা ও শহরগুলিত কেঁপে ওঠে ।পৃথিবী। এরপর শক্তিশালী কম্পন অনুভূত হয় চামোলি, দেরাদুন, মুসৌরি, উত্তরকাশী, রুরকি এবং হরিদ্বারে। এই কম্পনের তীব্রতা তখন রিখটার স্কেলে ৬.৬ মাপা হয়। এ ছাড়া ২০২৩ সালের ৪ মার্চ পরপর তিনবার ভূমিকম্প অনুভূত হয়। তবে তারপরও কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় কিছুটা স্বস্তি।