আপডেট : প্যারাসুট সহ এক বায়ুসেনার মৃতদেহ উদ্ধার বড়জোড়ায়

বাঁকুড়া, ৫ এপ্রিল (হি. স.) : প্যারাসুট সহ এক বায়ুসেনার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বড়জোড়া থানা এলাকার ঘুটগড়িয়ায়।

পুলিশ সূত্রে জানা গেছে বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ বিশেষ সূত্রে খবর আসে বড়জোড়া থানার ঘুটগড়িয়ায় একটি ফেরো এ্যলয় কারখানার সন্নিকটে একপ্যারাসুট সহ এক বায়ুসেনা অচৈতন্য অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে বড়জোড়া থানার পুলিশ ঘুটগড়িয়ায় পড়ে থাকা ওই সেনাকর্মীকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত বায়ুসেনা সি গোবিন্দ অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। নিহত বায়ুসেনা পানাগড় সেনা ছাউনিতে প্রশিক্ষণ নিচ্ছেলেন।প্রশিক্ষণ চলাকালীন কোনও দূর্ঘটনার শিকার হন বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনার পর বড়জোড়া থানা বায়ুসেনা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন