নয়াদিল্লি, ৫ এপ্রিল(হি.স.) : বুধবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা একটি আবেদনের শুনানি করতে আদালত অস্বীকার করার পরে বিজেপি বিরোধীদের আক্রমণ করেছে।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেন, বিরোধীদের মুখোশ উন্মোচিত হয়েছে। দুর্নীতিতে নেতৃত্ব দিচ্ছে কংগ্রেস। দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার তদন্তকারী সংস্থার রয়েছে।
প্রসঙ্গত, কংগ্রেসের নেতৃত্বে ১৪টি বিরোধী দল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তদন্তকারী সংস্থাগুলির যথেচ্ছ ব্যবহারের অভিযোগ তুলেছিল। এ নিয়ে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করা হয়, যা শুনানি করতে অস্বীকার করে আদালত। ফলে বিরোধী দলগুলো পিটিশন প্রত্যাহার করে নেয়।