সরাসরি লকআপ থেকেই আদালতে পেশ, দীপক বক্সারকে ৮ দিনের জন্য হেফাজতে পেল দিল্লি পুলিশ

নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.) : গ্যাংস্টার দীপক বক্সারকে ৮ দিনের জন্য নিজেদের হেফাজতে পেল দিল্লি পুলিশের স্পেশাল সেল। নিরাপত্তা সংক্রান্ত কারণে গ্যাংস্টার দীপক বক্সারকে বুধবার সরাসরি লকআপ থেকে আদালতে পেশ করা হয়। বিচারপতি সেখানেই শুনানি করেন। ৮ দিনের জন্য গ্যাংস্টার দীপক বক্সারকে দিল্লি পুলিশের স্পেশাল সেলের হেফাজতে পাঠিয়েছে পাটিয়ালা আদালত।

এফবিআই-এর সহায়তায় মেক্সিকোতে ধৃত কুখ্যাত গ্যাংস্টার দীপক বক্সারকে বুধবার সকালেই ভারতে নিয়ে আসে দিল্লি পুলিশ। বুধবার সকালেই দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছয় দীপক বক্সার। সেই সময় উপস্থিত ছিলেন স্পেশাল সিপি, স্পেশাল সেল এইচ জি এস ঢালিওয়াল। দিল্লির সিভিল লাইনে একজন নির্মাতাকে খুন করা-সহ বহু মামলায় পলাতক ছিল দীপক বক্সার। দিল্লি পুলিশের স্পেশাল সিপি এইচ জি এস ঢালিওয়াল বলেছেন, “মেক্সিকোর মতো দেশ থেকে এই প্রথমবার একজন অপরাধীকে আনা হল। দিল্লি পুলিশের স্পেশাল সেল কয়েক মাস ধরে তাকে (গ্যাংস্টার দীপক বক্সার) খুঁজছিল। দিল্লি-এনসিআর-এ এর চেয়ে বড় গ্যাংস্টার আর নেই।”

একদা বক্সিংয়ে জাতীয় পুরষ্কার পাওয়া দীপক মেক্সিকোর মধ্যে দিয়ে আমেরিকায় ঢোকার চেষ্টা করছিল। দেশের বাইরে এই প্রথম একজন অপরাধীকে ধরল দিল্লি পুলিশ। ১০টি গুরুত্বপূর্ণ মামলায় মোস্ট ওয়ান্টেডের তালিকায় ছিল দীপক বক্সারের নাম। হরিয়ানার সোনিপতের বাসিন্দা দীপক ২০২১ সালে গোগি গ্যাংয়ের কর্ণধার জিতেন্দ্র মানকে রোহিনী কোর্ট কমপ্লেক্সে দু’জনের মাধ্যমে খুন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *