নয়াদিল্লি, ৫ এপ্রিল (হি.স.) : সংসদের কাজে বিঘ্ন ঘটানোয় কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। মন্ত্রী বললেন, রাজনৈতিকভাবে প্রাসঙ্গিক থাকার জন্য এমনটা করছে তাঁরা। বুধবার সকালে এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, দেশের গণতন্ত্রের সঙ্গে খেলা করছে কংগ্রেস, এটা অত্যন্ত লজ্জাজনক।
লোকসভার সাংসদ পদ খারিজ নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করে তিনি বলেছেন, এমনটা প্রথমবার নয় যে কারও সাংসদ পদ খারিজ করা হয়েছে। মন্ত্রী বলেছেন, সাংসদ পদ খারিজ নিয়ে যেভাবে হৈচৈ করা হচ্ছে তা লজ্জাজনক। রাহুল গান্ধী দেশের বিচারব্যবস্থাকে চাপ দেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেছেন মন্ত্রী। তিনি বলেন, কংগ্রেস নিজেদের ব্যক্তিগত আইনি লড়াইকে গণতন্ত্রের লড়াই হিসেবে তুলে ধরার চেষ্টা করছে।

