জাতীয় সামুদ্রিক দিবসে অমিত শাহর শুভেচ্ছা

লকাতা, ৫ এপ্রিল (হি. স.) : বুধবার ভারতের জাতীয় সামুদ্রিক দিবস। টুইটারে শুভেচ্ছা জানালেন

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভারত থেকে আন্তর্জাতিক জলপথে মুম্বাই থেকে লন্ডনে ১৯১৯-এর ৫ই এপ্রিল প্রথম বাণিজ্য তরী এসএস লয়্যালটি তার যাত্রা শুরু করেছিল। সেই দিনটির স্মরণে ৫ই এপ্রিল জাতীয় সমুদ্র বাণিজ্য দিবস উদযাপিত হচ্ছে। ভারতের সামুদ্রিক বাণিজ্য এবং সমুদ্রযাত্রার ইতিহাসে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রাচীন যুগ থেকেই ভারত সমুদ্রযাত্রায় পারদর্শী। যেসব নাবিকরা সমুদ্রে প্রাণ হারিয়েছেন, আইএনএস নেতাজি সুভাষ-এর লস্কর যুদ্ধ স্মারকে নৌ-বাহিনী এবং রাজ্য সরকারের প্রবীণ আধিকারিকরা তাঁদের উদ্দেশে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রথম বিশ্ব যুদ্ধে রয়্যাল নেভির ৮৯৬ জন লস্কর যুদ্ধের সময় প্রাণ বিসর্জন দিয়েছিলেন। তাঁদের স্মরণে যুদ্ধ স্মারকটি নির্মিত হয়েছিল। বর্তমানে এটি ভারতীয় নৌ-বাহিনীর তত্ত্বাবধানে রয়েছে।

১৯৬৪ সালের ৫ই এপ্রিল, প্রথম জাতীয় সমুদ্র বাণিজ্য দিবস উদযাপিত হয়েছিল। এর মূল উদ্দেশ্য হল, আমাদের দেশের সমৃদ্ধশালী সমুদ্র বাণিজ্যের বিষয়ে জাতিকে অবগত করা এবং দেশের অর্থনীতির উন্নয়নে সমুদ্র বাণিজ্যের গুরুত্ব বোঝানো। এ বছরের এই দিবসের মূল ভাবনা – ‘ভারত মহাসাগর – সুযোগের মহাসাগর’।

বুধবার অমিত শাহ টুইটারে লিখেছেন, “জাতীয় সামুদ্রিক দিবসে নাবিকবৃন্দ, সমুদ্রের সঙ্গে যুক্ত বিভিন্ন সম্প্রদায়কে শুভেচ্ছা। বিলিয়ন টন ওজনের পণ্য বহণ, বৈশ্বিক মানের জাহাজ নির্মাণ— বিভিন্ন ভাবে বন্দর-কেন্দ্রিক উন্নয়ন হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র দৃষ্টিভঙ্গি উপলব্ধি করে ভারত এই উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছেছে।“