জি-২০ পর্যটন কর্মীগোষ্ঠীর বৈঠকের তৃতীয় দিন : দার্জিলিং-এর বিভিন্ন এলাকা পরিদর্শন প্রতিনিধিদের

শিলিগুড়ি, ৩ এপ্রিল (হি.স.): শিলিগুড়িতে অনুষ্ঠিত জি-২০ পর্যটন কর্মীগোষ্ঠীর বৈঠকের সোমবার ছিল তৃতীয় দিন। এদিন দার্জিলিং-এর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন দেশ-বিদেশের প্রতিনিধিরা। সকালে দার্জিলিং-এর ঘুম রেলওয়ে স্টেশনে যান জি-২০ পর্যটন কর্মী গোষ্ঠীর বৈঠকের প্রতিনিধিরা। দার্জিলিং-এর ঘুম রেলওয়ে স্টেশন থেকে দার্জিলিং হিমালয়ান রেলের (ট্রয় ট্রেন) আনন্দ যাত্রা উপভোগ করেন সকলে।

পরে দ্বিতীয় জি-২০ পর্যটন কর্মী গোষ্ঠীর বৈঠকের প্রতিনিধিরা দার্জিলিঙে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন। দ্বিতীয় জি-২০ পর্যটন কর্মী গোষ্ঠীর বৈঠকের প্রতিনিধিরা দার্জিলিঙে রাজভবনও ঘুরে দেখেন।

উল্লেখ্য, গত শনিবার শিলিগুড়িতে শুরু হয় জি-২০ পর্যটন সংক্রান্ত কর্মীগোষ্ঠীর দ্বিতীয় বৈঠক, আতিথেয়তা ও অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্যে মুগ্ধ সকলেই।