BRAKING NEWS

অসম সফরে আপ-প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

গুয়াহাটি, ২ এপ্রিল (হি.স.) : আজ রবিবার অসম সফরে এসেছেন আম আদমি পার্টি (আপ)-প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। দলের দুই শীর্ষ নেতা আজ গুয়াহাটির ভরলুমুখে সোনারাম ময়দান থেকে আসন্ন সংসদীয় নির্বাচনের দামামা বাজাবেন। করার পাশাপাশি, দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এবং পঞ্জাবে মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করবেন। ইতিমধ্যে দলীয় কর্মী-সমর্থকদের সমাবেশে ভাষণ দিচ্ছেন ভগবন্ত মান।

ভগবন্ত মান তাঁর আমলে পঞ্জাব উন্নয়নের শিখরে পৌঁছচ্ছে বলে দাবি করে ভাষণ দিচ্ছেন। তিনি বলেন, কংগ্রেসের শাসনে পঞ্জাব ছিল দেশের অন্যতম পশ্চাদপদ রাজ্য। কংগ্রেস রাজ্যের উন্নয়ন চায়নি। বিজেপিও পারবে না। তিনি কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারেরও সমালোচনা করছেন।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, উত্তর-পূর্বাঞ্চলে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একটি কার্যকর বিকল্প হিসেবে আপ-কে প্রতিষ্ঠিত করতে হবে।

আজ বেলা ১.৩০ মিনিট নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ-সুপ্রিমো গুয়াহাটির বড়ঝাড় বিমানবন্দরে অবতরণ করেছেন। বিমানবন্দরে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান দরেল অসম প্রদেশের নেতা-কর্মীরা।

এদিকে বিমানবন্দরে আপ-এর প্রদেশ কমিটির পদাধিকারীরা বলেছেন, আজ অসমের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। আপ-এর দুই শীর্ষ নেতার আগমনে অসমে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *