গুয়াহাটি, ২ এপ্রিল (হি.স.) : ‘আনপড় প্রধানমন্ত্রী দেশ চালাতে পারেন না। দেশ চালাতে শিক্ষাদীক্ষা থাকা প্রয়োজন। একজন আনপড় প্রধানমন্ত্রীই পারেন নোটবন্দি, কালো কৃষি আইনের মতো হঠকারী পদক্ষেপ নিতে। দেশে আজ যা চলছে, তা এরই ফসল।’ আজ রবিবার গুয়াহাটির ভরলুমুখে সোনারাম ময়দানে আসন্ন সংসদীয় নির্বাচনের দামামা বাজাতে এসে আয়োজিত দলীয় সমাবেশে বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টি (আপ)-প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
আজ অসম সফরে এসেছেন আপ-প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। দলের দুই শীর্ষ নেতা আসন্ন সংসদীয় নির্বাচনের দামামা বাজিয়ে গেছেন। কেজরিওয়াল তাঁর ভাষণ শুরু করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার ওপর হামলা করে।
ভাষণ দিতে গিয়ে তিনি ফের প্রধানমন্ত্রী মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন আজ। বলেন, সরকারি কিংবা বেসরকারি কোনও প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে উচ্চ শিক্ষিত প্রার্থীকে বাছাই করা হয় কেন? এজন্যই শিক্ষিত প্রার্থী বাছাই করা হয়, যাতে প্রতিষ্ঠানের কাজকর্ম ভালোভাবে পরিচালিত হয়। সেভাবে দেশের সর্বোচ্চ পদেও একজন শিক্ষিত ব্যক্তিকে চায় দেশ। নইলে নোটবন্দি, কালো কৃষি আইনের হঠকারী গ্যাঁড়াকলে পড়তে হবে। অতএব আগামী লোকসভা নির্বাচনে ‘ঝাড়ু’ (আপ-এর নির্বাচনী প্রতীক)-তে বোতাম টিপতে অসমবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

