নয়াদিল্লি, ২ এপ্রিল(হি.স.) : ভারতীয় নৌবাহিনীর নতুন ভাইস চিফ হিসেবে নিযুক্ত হলেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় জসজিৎ সিং। রবিবার দায়িত্ব নেওয়ার পরে তিনি জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে পৌঁছে সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারপরে সাউথ ব্লকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। তিনি ভাইস অ্যাডমিরাল সতীশ কুমার নামদেও-র স্থলাভিষিক্ত হলেন। নৌবাহিনীতে ৩৯ বছরেরও বেশি সময় ধরে চাকরি করার পর ৩১ মার্চ অবসর গ্রহণ করেন। এর আগে সঞ্জয় জসজিৎ সিং ডেপুটি চিফ অফ ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ (অপারেশনস) এর দায়িত্বে ছিলেন।
ভাইস অ্যাডমিরাল সঞ্জয় জসজিৎ সিং জাতীয় প্রতিরক্ষা একাডেমির একজন স্নাতক। তিনি ১৯৮৬ সালে নৌবাহিনীর নির্বাহী শাখায় নিযুক্ত হন। তিনি ২০০৯ সালে ভারতীয় নৌবাহিনীর মেরিটাইম ডকট্রিন, ২০১৫ সালে ভারতীয় সামুদ্রিক নিরাপত্তা কৌশলের প্রধান ছিলেন। তিনি ১৯৯২ সালে ন্যাভিগেশন এবং দিকনির্দেশনায় বিশেষায়িত হন। ২০০০ সালে যুক্তরাজ্যে অ্যাডভান্সড কমান্ড অ্যান্ড স্টাফ কোর্স করেন।
নৌবাহিনীতে করা অন্যান্য পরিবর্তনের মধ্যে ভাইস অ্যাডমিরাল সুরজ বেরি শনিবার চিফ অব পার্সোনেল হিসেবে দায়িত্ব নিয়েছেন। ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন কন্ট্রোলার পার্সোনেল সার্ভিসের দায়িত্ব নিয়েছেন এবং ভাইস অ্যাডমিরাল অতুল আনন্দ ডিরেক্টর জেনারেল নেভাল অপারেশনস হিসেবে দায়িত্ব নিয়েছেন।