মুম্বই, ১ এপ্রিল (হি.স.): খুনের হুমকি পেলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ঘনিষ্ঠ নেতা ও সাংসদ সঞ্জয় রাউত। লরেন্স বিশ্নোই গ্যাং থেকে খুনের হুমকি পেয়েছেন সঞ্জয় রাউত। পঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মতো তাঁকেও প্রাণে মেরে ফেলা হবে, এমনই হুমকি মেসেজ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত।
এই হুমকি পাওয়ার পরই পুলিশের দ্বারস্থ হয়েছেন সঞ্জয় রাউত। শনিবার সকালে সঞ্জয় রাউত নিজেই জানিয়েছেন, আমি হুমকি মেসেজ পেয়েছি এবং পুলিশকে সে বিষয়ে জানিয়েছি। আমি মোটেও ভীত নই। মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে তোপ দেগে সঞ্জয় রাউত বলেছেন, আগেও এমন হামলা চালানো হয়েছিল আমার ওপর, কিন্তু পুলিশ ও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী কী করেছেন?