আমবাসা(ত্রিপুরা), ১ এপ্রিল(হি. স.) : বাবা-মার থেকে আলাদা থাকেন অজয় কন্দ(২৫)। তবে, সম্প্রতি স্ত্রী বাড়িতে না থাকায় কয়েকদিন ধরে রাতের আহার বাবা-মার সাথেই সারেন। কিন্তু, শুক্রবার রাতে রাতের আহার সেরে বাড়ি ফেরা হয়নি তাঁর। আজ সকালে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু, মৃতের পরিবারের সন্দেহ তাঁকে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কমলপুর থানাধীন মায়াছড়ি নতুন বাগান হটাৎ কলোনী এলাকায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মৃতের বাবা অনিল কন্দ জানিয়েছেন, অন্যান্য দিনের মতোই শুক্রবার রাতেও খাবার সেরে দশটা নাগাদ টিআর-০৪-সি-৬৪৫৯ নম্বরের বাইকে চেপে নিজ বাড়িতে চলে গিয়েছিল অজয়। তাঁর সাথে অপর একজন ব্যক্তিও ছিলেন। দুজনেই একসাথে বেরিয়েছিলেন। কিন্তু, শনিবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে খবর পেয়ে ছুটে গিয়েছি। তিনি জানান, রাস্তার পাশে ঢালু জমিতে বাইকের সাথেই পড়ে ছিল অজয়ের রক্তাক্ত দেহ। ওই খবর পেয়ে পুলিশও ছুটে এসেছে। তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তিনি বলেন, অজয়ের সাথে আরও একজন ব্যক্তি ছিলেন। ওই ব্যক্তি বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। অথচ, তাঁর ছেলের মৃত্যু হয়েছে খবর তিনি সকালে পেয়েছেন। ঘটনার পর বিষয়টি তাঁদের কেন জানানো হয়নি, প্রশ্ন তুলেন মৃতের বাবা। এই যুক্তিতে তাঁর সন্দেহ, অজয়ের মৃত্যু দুর্ঘটনায় নয়, তাঁকে খুন করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনায় অজয়ের মৃত্যু হয়েছে বলে পুলিশ দাবি করেছে। কারণ, তাঁর সাথে থাকা বাইক আরোহী বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তবে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের বাবার অভিযোগ মূলে খুনের বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ।
2023-04-01