নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ চৈত্রের আবির্ভাবে ৫৫ বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিস্তীর্ণ জনজাতি এলাকা দিয়ে পানীয় জলের তীব্র সংকট শুরু হয়েছে৷ বালিছড়া,টং ছড়া, জৈয়াথং, নোয়াগাঙ এডিসি এলাকাগুলিতে পানীয় জল নিয়ে হাহাকার শুরু হয়েছে৷ শুক্রবার অর্থাৎ ৩১ মার্চ ঈদ সমস্যা নিয়ে ত্তিপরা মথাদলের ২০২৩ এর নির্বাচনের বিজিত প্রার্থী কল্পনা সিনহার নেতৃত্বে লিনেকার হালান, কমলজিত রিয়াং, উড়েন জয় হলাম সহ একগুচ্ছ সমর্থক কালাছড়া আরডি ব্লকের বিডিও অমিত চন্দের সাথে দেখা করেন এবং স্মারকলিপি প্রদান করেন৷ তারা জানান বালিছড়া এডিসি ভিলেজে ছয়টি কোয়া এবং তিনটি ওয়াটার রিজার্ভারের কাজ ২০১৯ থেকে শুরু হলেও এখনো কাজ শেষ হয়নি এবং কাজের গুণগতমান হচ্ছে খুবই নিম্নমানের৷ আগে মাঝে মাঝে ডি ডব্লিউ এস এর গাড়ি করে তাদেরকে পানীয় জল সাপ্লাই দেওয়া হতো কিন্তু এখন জল দেওয়ার কোন ব্যবস্থা না থাকায় তাদেরকে বোলেরো গাড়ি করে প্রত্যেকদিন বাইরে থেকে জল কিনে জীবন যাপন করতে হচ্ছে৷ গ্রাম থেকে জলের উৎস প্রায় সাড়ে তিন কিলোমিটার৷ এমনভাবে প্রতিদিনকার জল কিনে জীবন অতিবাহিত করা খুবই কঠিন ব্যাপার৷ ব্লক আধিকারিক এর সাথে দেখা করলে তিনি আশ্বাস দেন আগামী সপ্তাহে ডিডাব্লিউএস এর এসডিও গ্রামের পঞ্চায়েত সচিব তাদেরকে নিয়ে তিনি নিজেই এলাকা পরিদর্শন করবেন এবং এর একটা সমাধান করবেন বলে আশ্বাস দেন৷ এদিকে বিধানসভায় এই এলাকার বিধায়কের নীল ছবি দেখার ঘটনাকে এলাকা জুড়ে ছিঃ ছিঃ দিচ্ছে তার এলাকার মানুষ৷ তারা রাজ্য সরকার যেহেতু একই দলের তাই রাজ্য সরকার কি ব্যবস্থা নেয় তার দিকে তাকিয়ে রয়েছে৷
2023-04-01