আগরতলা, ১ এপ্রিল (হি.স.) : সম কাজে সম বেতনের দাবিতে শনিবার শ্রম দফতরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছে অখিল ভারতীয় সাফাই মজদুর সঙ্ঘের প্রতিনিধি দল। তাঁদের দাবি, গেজেট নোটিফিকেশনের মান্যতা দিয়ে সাফাই কর্মীদের বেতন বৃদ্ধি এবং অতিসত্বর বকেয়া টাকা পরিশোধ করা হোক।
সংগঠনের রাষ্ট্রীয় সম্পাদক তনুজ সাহা জানিয়েছেন, ত্রিপুরা সরকারের গেজেট নোটিফিকেশন অনুযায়ী ২০২২ সালের নভেম্বর মাস থেকে প্রতিটি সেক্টরের সাফাই কর্মীর দৈনিক মজুরি ৩০০ টাকা ধার্য্য করা হয়েছিল।কিন্তু বিশালগড় পুর নিগম সহ ত্রিপুরার অন্যান্য নগর সংস্থায় সাফাই কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর হচ্ছে না। তাঁর অভিযোগ, বিশালগড়ে সাফাই কর্মীদের ২২৫ টাকা এবং মেলাঘরে নগর পঞ্চায়েতের সাফাই কর্মীদের ২০৪ টাকা দৈনিক মজুরি দেওয়া হচ্ছে। তাই সম কাজে সম বেতনের দাবিতে শনিবার শ্রম দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করেছে অখিল ভারতীয় সাফাই মজদুর সঙ্ঘের প্রতিনিধি দল।
তাঁদের দাবি, গেজেট নোটিফিকেশনের মান্যতা দিয়ে সাফাই কর্মীদের বেতন বৃদ্ধি এবং অতিসত্বর বকেয়া টাকা পরিশোধ করা হোক।