হৃষিকেশ, ৩১ জানুয়ারি (হি.স.) : স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে আধ্যাত্মিক সফরে ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে হৃষিকেশে পৌঁছে গেলেন কোহলি। সেখানে স্বামী দয়ানন্দ সরস্বতীর আশ্রমে যান তাঁরা। সেখানে দয়ানন্দ সরস্বতীর মূর্তিতে ফুল নিবেদন করে ধ্যান করেন এই তারকা দম্পতি।
ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি বর্তমানে বেশ ধর্ম কর্মে মন দিয়েছেন। কখনও মন্দিরে, কখনও আশ্রম দর্শনে পৌঁছে যাচ্ছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাসকর সিরিজ । তার আগে আশীর্বাদ নিতে হৃষিকেশের দয়ানন্দ গিরি আশ্রমে পৌঁছে গেলেন বিরাট। স্ত্রীকে নিয়ে পৌঁছে গেলেন হৃষিকেশে স্বামী দয়ানন্দ গিরির আশ্রমে।
সূত্রের খবর, বিরাট অনুষ্কার সঙ্গে রয়েছে মেয়ে ভামিকাও। পুরো কোহলি পরিবার হৃষিকেশের বিখ্যাত গঙ্গা আরতিতে যোগ দেয়। আশ্রমের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, আশ্রমে পৌঁছে বিরাট ও অনুষ্কা দয়ানন্দ সরস্বতীর সমাধি দর্শনে যান। প্রায় ২০ মিনিট ধরে সেখানে ধ্যান করেন দু’জনে। আশ্রমের ভেতরের ছবি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল। আজও বিরাট এবং অনুষ্কা আশ্রমে যেতে পারেন। স্বামী-স্ত্রী মিলে নরনারায়ণ সেবার আয়োজন করার কথা রয়েছে।