বসুডিমা উৎসবে মাতাল সমগ্র ডিমা হাসাও

হাফলং (অসম), ৩১ জানুয়ারি (হি.স.) : বসুডিমা উৎসবে মেতে উঠেছে সমগ্র ডিমা হাসাও। ২৭ জানুয়ারি থেকে শুরু হয়েছে ডিমাসা জনগোষ্ঠীর বৃহৎ উৎসব বুসুডিমা। প্রতিবছর বুসুডিমা অনুষ্ঠিত হয় ২৭ জানুয়ারি থেকে। উৎসব চলে সপ্তাহব্যাপী।

এবার ২৭ জানুয়ারি সমগ্র ডিমা হাসাও জেলায় শুরু হয়েছে বুসুডিমা। মঙ্গলবার হাফলঙে কেন্দ্রীয়ভাবে উদযাপন হচ্ছে বুসুডিমা উৎসব। হাফলং এনএল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্সে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে কেন্দ্রীয়ভাবে বুসু উদযাপন। খ্রাম (বাঁশি), মুড়ি (ঢোল)-এর তালে বাইডিমা নৃত্যে মুখোরিত হয়ে উঠেছে সমগ্র উৎসবস্থল। ডিমাসা জনগোষ্ঠীর যুবক-যুবতী থেকে শুরু করে বিভিন্ন বয়সের পুরুষ-মহিলা নিজেদের পরম্পরাগত পোশাক পরে চিরাচরিত বাইডিমা নৃত্যে মেতে ওঠেন।

তাছাড়া অনপষ্ঠিত ডিমাসা জনগোষ্ঠীর পরম্পরাগত ক্রীড়া প্রতিযোগিতা ও শিশুদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানও চলছে। বুসুডিমা উৎসব সমগ্র জেলার গ্রাম ও শহরে আনন্দ ও উল্লাসের সঙ্গে পালন করা হচ্ছে। আয়োজন করা হয় ভুড়িভোজ সহ রকমারি সুস্বাদু খাবার। এছাড়া ডিমাসা জনগোষ্ঠীর পরম্পরাগত পানীয় জু-ডিমা পরিবেশিত হয় এই বুসুডিমা উৎসবে।

বুসুডিমা হচ্ছে ডিমাসা জনগোষ্ঠীর কৃষিভিত্তিক বৃহৎ উৎসব সারা বছর ক্ষেতে চাষ করে ফসল ঘরে তুলে রাখার এক রীতি। আজ কেন্দ্রীয়ভাবে এনএল দাওলাগাপু স্পোর্টস কমপ্লেক্সে আয়োজিত বুসুডিমা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা। তাছাড়া উপস্থিত ছিলেন পার্বত্য পরিষদের অধ্যক্ষ রাণু লাংথাসা ও পরিষদের কার্যনির্বাহী সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *