কলকাতা, ৩০ জানুয়ারি (হি.স.): ঝটিকা সফরে সোমবার ফের কলকাতায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) –এর সরসঙ্ঘচালক মোহন রাও ভাগবত প্রয়াত বনবাসী কল্যাণ আশ্রম ও একল বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মদন লাল আগরওয়ালের জন্মশতবর্ষ উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিতে কয়েক ঘন্টার ঝটিকা সফরে আসছেন তিনি।
এদিনের অনুষ্ঠানের জন্য গুয়াহাটি থেকে নাগপুরে যাওয়ার পথে কলকাতায় কয়েক ঘন্টার যাত্রা বিরতি করবেন সরসঙ্ঘচালক মোহন রাও ভাগবত । দুপুরে গুয়াহাটি থেকে দমদম বিমানবন্দরে নেমে প্রয়াত বনবাসী কল্যাণ আশ্রম ও একল বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা মদন লাল আগরওয়ালের জন্মশতবর্ষের অনুষ্ঠানে যাবেন। বালিগঞ্জের গুরুসদয় দত্ত রোডে ইসকন সভাগৃহে ওই স্মরণসভার আয়োজন করা হয়েছে। এদিন তাঁর সঙ্ঘের রাজ্য সদর দফতর কেশব ভবনেও যাওয়ার কথা আছে। আজ রাতের বিমানে নাগপুরে ফিরে যাবেন তিনি।
উল্লেখ্য, সাংগঠনিক বৈঠক ও নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আয়োজিত ‘নেতাজি লহ প্রণাম’ অনুষ্ঠানে যোগ দিতে গত ১৮ জানুয়ারি ছয়দিনের সফরে কলকাতায় এসেছিলেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। সফরে হুগলিতে যাওয়ার পাশাপাশি কলকাতায় বিশিষ্টজনদের সঙ্গে বৈঠকেও বসেছিলেন। পাশাপাশি সঙ্ঘের দক্ষিণ, রাঢ় ও উত্তরবঙ্গের পদাধিকারী ও প্রচারকদের সঙ্গে বৈঠক করেছিলেন। ২৩ জানুয়ারি শহিদ মিনারে নেতাজির জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রকাশ্য সমাবেশে যোগ দেওয়ার পরে শহর ত্যাগ করেছিলেন। ফের সাতদিনের মধ্যে সরসঙ্ঘচালকের কলকাতায় আসা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। যদিও সঙ্ঘের দক্ষিণবঙ্গের এক পদাধিকারীর কথায়, ‘মোহন ভাগবতজির এবারের সফর নিতান্তই ব্যক্তিগত।’

