ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি।। তৃতীয় সিনিয়র ন্যাশনাল যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপে ত্রিপুরার হয়ে প্রথম স্বর্ণপদক অর্জন করেছে মহিলা বিভাগে নন্দিতা সেন। ব্যক্তিগত গ্রুপ, ট্র্যাডিশনাল যোগাসনে সৌরভ ঘোষ দ্বিতীয় স্থান অধিকার করেছে। ট্র্যাডিশনাল যোগাসনে নন্দিতা সেন এবং অঙ্কিতা দেবনাথ আর্টিস্টিক পেয়ার-এ তৃতীয় স্থান অধিকার করেছে, ইশা সূত্রধর ও নন্দিতা সেন রিদমিক পেয়ার-এ দ্বিতীয় স্থান অধিকার করেছে। সৌরভ ঘোষ এবং দেবাশীষ দাস রিদমিক পেয়ার-এ দ্বিতীয় স্থান অধিকার করেছে। সর্বমোট ৯ টি পদক অর্জন করেছে ত্রিপুরার যোগা খেলোয়াররা। তাছাড়া, ত্রিপুরা থেকে ন্যাশনালে জাজমেন্ট হিসেবে দায়িত্বে ছিলেন সুব্রত ভৌমিক । ত্রিপুরা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশন সচিব সমীর সাহা সংশ্লিষ্ট যোগা খেলোয়াড়, কোচ, ম্যানেজার সহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
2023-01-29