স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারী৷৷ ২০১৩ সালের ১০ জানুয়ারি লঙ্কামুড়া এলাকায় স্বামী তার স্ত্রীকে গায়ে কেরোসিন  ঢ়েলে আগুন লাগিয়ে হত্যা করে৷ সংবাদ সূত্রে জানা যায় আনুমানিক ১০ টার সময় আসামি ললিত কপালি তার স্ত্রী চম্পা কপালি গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে হত্যা   করে৷ চম্পা কপালির মা মীরা দেবনাথ আগরতলা   মহিলা থানায় মামলা দায়ের করেন৷ এই মামলায়  তদন্তকারী অফিসার ছিলেন রাজেন্দ্র দত্ত৷ এই মামলায় সরকারের তরফে  ১৫ জনের সাক্ষ্য আদালতে উপস্থাপন করা হয়৷ সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ  আদালত স্ত্রী হত্যার দায়ে আসামী ললিত কপালিকে যাবজ্জীবন কারাদণ্ড  দণ্ডিত করেছে এবং ১০ হাজার টাকা জরিমানা করেন৷  অনাদায়ে আরো তিন মাসের জেল হাজতের নির্দেশ দেওয়া হয়৷ সরকার পক্ষে মামলা পরিচালনা করেন এডিশনাল পিপি অরবিন্দ দেব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *