আহমেদাবাদ, ২৭ জানুয়ারি (হি.স.): গুজরাটের মোরবিতে ব্রিটিশ আমলের সাসপেনশন সেতু ভেঙে পড়ার ঘটনায় জমা পড়ল ১ হাজার ২৬২ পাতার চার্জশিট। ভয়াবহ ওই সেতু বিপর্যয়ে মৃত্যু হয়েছিল ১৩৪ জনের। অভিযুক্ত হিসেবে ওরেভা গোষ্ঠীর জয়সুখ প্যাটেলের নাম চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, ব্রিটিশ আমলের ঝুলন্ত সেতুটি ২০২২ সালের শেষের দিকে ৩০ অক্টোবর ভেঙে পড়ে।
সেই সেতু বিপর্যয়ের ঘটনায় শুক্রবার একটি চার্জশিট দাখিল করা হয়েছে। ১,২৬২ পাতার চার্জশিটে ওরেভা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জয়সুখ প্যাটেলের নাম অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। উল্লেখ্য, সেতুটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল ওরেভা গ্রুপের ওপর। গুজরাট হাইকোর্ট জয়সুখ প্যাটেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার পর চলতি সপ্তাহের শুরুতে আদালতে হাজির হন তিনি।