ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি।। দুরন্ত সাফল্য। গুয়াহাটিতে অনুষ্ঠিত পঞ্চম জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতায়। আসরে ৪০ টি স্বর্ণ পদক সহ ৭০ পদক পায় ত্রিপুরা। ২১-২৩ জানুয়ারি হয় আসর। প্রতিযোগিতায় কর্ণাটক, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, আসাম, নাগাল্যান্ড, মেঘালয়, মনিপুর সহ বিভিন্ন রাজ্য থেকে এই প্রতিযোগিতায় প্রচুর সংখ্যক প্রতিযোগী অংশগ্রহণ করে। মার্শাল আর্টের চারটে ইভেন্টে ত্রিপুরা থেকে ৫৮ জন ত্রিপুরা থেকে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এদের মধ্যে ত্রিপুরা দ্বিতীয় স্থান দখল করে। ত্রিপুরা সর্বমোট ৪০ টা গোল্ড, ১৮ টা সিলভার এবং ১২ টা ব্রোঞ্জ পদক লাভ করে। এই প্রতিযোগিতায় ত্রিপুরা টিম এর দায়িত্বে ছিলেন রাজেশ দেববর্মা। তিনি রাজ্যদলের খেলোয়াড়দের সাফল্যে খুশি। আজ সকালে রাজ্যদল শহরে ফিরছে।
2023-01-25