শ্রীনগর, ২৫ জানুয়ারি (হি.স.) : পাহাড় থেকে বোল্ডার গড়িয়ে এসে আছড়ে পড়ল ট্রাক ও ট্যাংকারের ওপর। মৃত্যু হয়েছে ১ জনের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বুধবার ভোরে জম্মু-কাশ্মীরের রামবান জেলায় ঘটনাটি ঘটেছে। পুলিশ ও প্রশাসনের তরফে ইতিমধ্যে উদ্ধারকাজ শুরু করা হয়েছে।
জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়েছে, রামবান জেলায় জম্মু-শ্রীনগর হাইওয়ের ওপর আচমকা ধস নামে। পাহাড় থেকে বোল্ডার গড়িয়ে আসতে থাকে। সেই সময় হাইওয়ে দিয়ে বেশ কয়েকটি ট্রাক ও ট্যাংকার যাচ্ছিল। সেগুলির ওপরই আছড়ে পড়ে বোল্ডার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভারী পাথরের আঘাতে একজনের মৃত্যু হয়েছে। মৃতের নাম মুনিব তাক। তিনি কুলগামের বাসিন্দা। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের চালক ছিলেন তিনি। দুর্ঘটনার পরই জম্মু-শ্রীনগর ন্যাশনাল হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধারকাজ চলছে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।