পুণে, ২৫ জানুয়ারি (হি.স.) : মহারাষ্ট্রের পুণে-তে ভীমা নদী থেকে উদ্ধার হল ৭টি মৃতদেহ। মৃতরা সবাই একই পরিবারের সদস্য। পুণে গ্রামীণ পুলিশ এই ঘটনায় ভারতীয় দন্ডবিধির ৩০২ নম্বর ধারায় মামলা রুজু করেছে ও ৫ জনকে আটক করেছে। পুলিশ জানিয়েছে, গত ১৮ থেকে ২১ জানুয়ারির মধ্যে উদ্ধার হয়েছিল ৪টি দেহ এবং বুধবার উদ্ধার হয়েছে বাকি ৩টি দেহ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুণে গ্রামীণ পুলিশ জানিয়েছে, পুণের দাউন্ডের ভীমা নদী থেকে একটি পরিবারের ৭ সদস্যের মৃতদেহ উদ্ধার হয়েছে। ১৮-২১ জানুয়ারি ৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছিল এবং ৩টি দেহ উদ্ধার হয়েছে বুধবার। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে, তবে পুলিশ সমস্ত দিক থেকে তদন্ত করছে। দুর্ঘটনাজনিত মৃত্যুর রিপোর্ট নথিভুক্ত। সন্দেহভাজন ৫ জনকে আটক করা হয়েছে।

