করিমগঞ্জ (অসম), ২৪ জানুয়ারি (হি.স.) : ভারতের নির্বাচন আয়োগের নির্দেশ অনুসারে আগামী ২৫ জানুয়ারি বুধবার জাতীয় ভোটার দিবস, ২০২৩ উপলক্ষ্যে করিমগঞ্জের জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আগামীকাল বুধবার বিকাল তিনটায় জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সদ্য ভোটাধিকারপ্রাপ্ত ভোটারদের উৎসাহিত করতে এবং ভোট দানের জন্য সচেতনতা গড়ে তুলতে ভোটার দিবসের এই অনুষ্ঠানে শপথ বাক্যও পাঠ করা হবে।