জম্মু, ২৪ জানুয়ারি (হি.স.) : কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভারত জোড় যাত্রা মঙ্গলবার জম্মুর সিদ্ধা থেকে শুরু হয়ে উধমপুর জেলার উদ্দেশ্যে রওনা হয়েছে। যাত্রাটি নাগরোটায় সংক্ষিপ্তভাবে থামবে এবং ঝাজ্জার কোটলিতে মধ্যাহ্নভোজনের পরে উধমপুরে পৌঁছাবে এবং রামবনে একটি রাতের যাত্রা বিরতি করবে। এদিকে রাহুল গান্ধীও উধমপুরে একাধিক প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে পারেন। দিগ্বিজয় সিং, জয়রাম রমেশ, রজনী পাতিলের মতো কংগ্রেসের বড় নেতারা এই যাত্রায় সামিল হয়েছেন। যাত্রাকে সামনে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে কন্যাকুমারী থেকে শুরু করে কাঠুয়া, সাম্বা ও জম্মু হয়ে কড়া নিরাপত্তার মধ্যে যাত্রাটি উধমপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। ৩০ জানুয়ারি শ্রীনগরের শের-ই-কাশ্মীর ময়দানে এই যাত্রা শেষ হবে।
যাত্রার সময়সূচি অনুযায়ী ২৫ জানুয়ারি সকাল ৮টায় মৈত্র রামবন থেকে যাত্রা শুরু হবে, খোবাগে থামবে এবং দুপুর ২টায় হরপুরা বানিহালের উদ্দেশ্যে রওনা হবে। এ সময় বিকেল ৪টায় ল্যাঙ্গেড বানিহালে একটি কর্নার সভার আয়োজন করা হবে। প্রজাতন্ত্র দিবসে যাত্রা বিশ্রাম নেবে।