দিল্লির পৌর কর্পোরেশনের মেয়র এবং ডেপুটি মেয়রের পদের নির্বাচন শুরু

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি (হি.স.) : আজ মঙ্গলবার দিল্লির পৌর কর্পোরেশনের মেয়র এবং ডেপুটি মেয়রের পদের নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। এনিয়ে আম আদমি পার্টি এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে তীব্র উত্তেজনার কারণে প্রায় তিন সপ্তাহ আগে প্রক্রিয়াটি স্থগিত হওয়ার পরে এদিন ফের কাঙ্ক্ষিত পদের নির্বাচন শুরু হওয়ার কথা রয়েছে। এ ছাড়া সংসদের স্থায়ী কমিটির ছয় সদস্যের নির্বাচনও আজ অনুষ্ঠিত হবে।দিল্লির নবনির্বাচিত ২৫০-সদস্যের মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি) হাউসের প্রথম সভা ৬ জানুয়ারী মেয়র এবং ডেপুটি মেয়র নির্বাচন না করেই স্থগিত করা হয়েছিল।

এমসিডি-এর সদর দফতরে ভারী নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।হাউসে অ্যাল্ডারম্যান এবং নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ নেওয়ার পর মেয়র নির্বাচন শুরু হবে। হাউসের সভাপতিত্ব করবেন বিজেপি কাউন্সিলর সত্য শর্মা, যাকে লেফটেন্যান্ট গভর্নর (এলজি) ভি কে সাক্সেনা প্রিসাইডিং অফিসার নিযুক্ত করেছেন।