কলকাতা, ২১ জানুয়ারি (হি.স.) : ভুয়ো ওয়েবসাইট খুলে অকৃতকার্যদের মোটা টাকার বিনিময়ে পাশ করিয়ে দিতেন গ্রেফতার হওয়া তৃণমূল নেতা কুন্তল ঘোষ। শনিবার সকালে কুন্তলের গ্রেফতারের পর এমনই চাঞ্চল্যকর দাবি করলেন মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডল।
তাপস মণ্ডল জানিয়েছেন, পাশ করিয়ে দেওয়ার কথা বলে থেকে প্রত্যেকের কাছ থেকে ১ লক্ষ টাকা করে তুলেছিল সে। কিন্তু পরীক্ষায় যারা অকৃতকার্য হয়, তখন ভুয়ো ওয়েবসাইট খুলে সেখানে তাদের পাশ দেখায় কুন্তল। যদিও আদপে সেই পরীক্ষার্থীরা ফেল করেছিলেন। অফলাইনে ভর্তি হওয়া প্রার্থীদের কাছ থেকে প্রায় ৩ কোটি ২৫ লক্ষ টাকা তুলেছিলেন কুন্তল ঘোষ। তাপস মণ্ডলের দাবি, কুন্তল যে টাকা নিয়েছেন তার রসিদ রয়েছে তার কাছে। তিনি বলেন, ‘ইডি-সিবিআইকে ১৯ কোটি ৪৪ লক্ষ টাকার হিসাব দিয়েছি। কুন্তলের কালো ডায়েরিতে সব টাকার হিসাব রয়েছে।’ ইতিমধ্যে আদালতে কুন্তলের কালো ডায়েরির কথা উল্লেখ করেছে ইডি। ইডি দাবি করেছে, বিভিন্ন জনের কাছ থেকে মোট ৩০ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন কুন্তল।