বারাণসী, ২০ জানুয়ারি (হি.স.) : দুদিনের বারাণসী সফরের শেষ দিনে শুক্রবার কোতওয়াল বাবা কালভৈরব এবং কাশীর বাবা বিশ্বনাথের দরবারে যথাযথভাবে উপস্থিত হলেন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)–র সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বাবা কালভৈরবের দরবারে পুজো দেওয়ার পর বিজেপি সভাপতি ও মুখ্যমন্ত্রী পথে বটুক সর্দারের চায়ের দোকানে গাড়ি থামিয়ে চা পান করেন।চা পানের পর তিনি দোকানদারের প্রশংসা করে বললেন, চা ভাল হয়েছে। এই সময়ে হর-হর মহাদেবের ঘোষণার সাথে সাথে বিজেপি কর্মীরাও বিজেপি সভাপতি এবং মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান। এর আগে, বিজেপি সভাপতি এবং মুখ্যমন্ত্রী দর্শন ও পূজার জন্য সার্কিট হাউস থেকে কনভয় মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। লহুরাবীর স্কোয়ার এবং ময়দাগিন (মাইদাগিন-চক রোডে টাউন হল গ্রাউন্ডের প্রধান ফটকের সামনে) পৌঁছানোর সাথে সাথেই বিজেপি কর্মীরা শাঁখ বাজিয়ে ফুল বর্ষণ করে দলীয় সভাপতিকে স্বাগত জানায়। দর্শন পুজোর পর পুলিশ লাইন থেকে হেলিকপ্টারে গাজিপুরের উদ্দেশে রওনা দেন বিজেপি সভাপতি ও মুখ্যমন্ত্রী।
গাজীপুরের পৌহারি বাবার আশ্রমে পূজা শেষে আয়োজিত বুথ কমিটির বৈঠকে অংশ নেন দুই নেতা। এরপর তিনি নন্দ রেসিডেন্সি, বংশী বাজার, গাজীপুরে প্রাক্তন সেনাদের সাথে মতবিনিময় ও সম্মাননা জানান। এদিন বিকেলে গাজীপুরের আইটিআই গ্রাউন্ডে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। বিজেপির কাশী অঞ্চলের মিডিয়া ইনচার্জ নবরতন রথি জানিয়েছেন, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা বিকেল ৩টায় গাজিপুর জেলা বিজেপি অফিসে পৌঁছাবেন। সেখানে তিনি লোকসভা স্টিয়ারিং কমিটি এবং জেলা আধিকারিকদের বৈঠকে অংশ নেবেন। এরপর বিকাল ৩.৩০ মিনিটে গাজীপুর হেলিপ্যাড থেকে বিকাল ৪টায় বাবাপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে নয়াদিল্লির উদ্দেশে রওনা হবেন তিনি।

