নয়াদিল্লি, ১৮ জানুয়ারি (হি.স.): শীত ও কুয়াশা এই দুইয়ের দাপটে বুধবারও জনজীবন বিপর্যস্ত দিল্লি-সহ সমগ্র উত্তর ভারতে। ঘন কুয়াশার দাপটে এদিনও রেল ও উড়ান পরিষেবা বিঘ্নিত হয়েছে উত্তর ভারতে। দিল্লিতে বিলম্বিত হয়েছে উড়ান পরিষেবা। ভারতীয় রেল জানিয়েছে, ঘন কুয়াশার জন্য উত্তর রেলওয়ে অঞ্চলে ৬টি ট্রেন এদিন দেরিতে চলেছে।
এই ট্রেনগুলির মধ্যে রয়েছে বারাউনি-নতুন দিল্লি ক্লোন এক্সপ্রেস, কামাখ্যা-দিল্লি ব্রহ্মপুত্র মেল, বিশাখাপত্তনম-নতুন দিল্লি অন্ধ্রপ্রদেশ এক্সপ্রেস, সুলতানপুর-আনন্দবিহার টার্মিনাল সদভাবনা এক্সপ্রেস, মানিকপুর-হজরত নিজামুদ্দিন উত্তর প্রদেশ সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস প্রভৃতি। ঘন কুয়াশা ও দৃশ্যমানতার কারণে দিল্লি বিমানবন্দরে এদিন বিঘ্নিত হয়েছে উড়ান পরিষেবা। অনেকগুলি বিমান বিলম্বিত হয়েছে। দিল্লির পাশাপাশি এদিন সকালে কুয়াশার চাদরে ঢাকা উত্তর প্রদেশ, পঞ্জাব এবং হরিয়ানাও।