অমিয় সাগার ও মধ্যপাড়া পুকুরে ফোয়ারা উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী৷৷  পুর নিগমের অন্তর্গত কামান চৌমুহনী অমিয় সাগর এবং মধ্যপাড়া পুকুরে দুটি ফোয়ারার উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার৷ এদিন বোতাম টিপে এই ফোয়ার দুটির সূচনা করেন মেয়র৷ আগরতলা শহরের সৌন্দর্যায়নে বিশেষ পরিকল্পনা নিয়েছে আগরতলা পুর নিগম৷ বুধবার তারই অঙ্গ হিসাবে আগরতলা পুর নিগমের অন্তর্গত কামান চৌমুহনী অমিয় সাগর এবং মধ্যপাড়া পুকুরে দুটি ফোয়ারার উদ্বোধন করেন মেয়র দীপক মজুমদার৷ তিনি জানান দীর্ঘ দিনের রাজধানীর মধ্যে থাকা বেশ কিছু জলাশয়কে পুনঃউদ্ধার করে তার সৌন্দর্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে৷ মৌলিক চাহিদা গুলি পূরণের চেস্টা অব্যাহত রেখেছে নিগম৷ এদিন সঙ্গে ছিলেন রাজ্য পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান ডাঃ অশোক সিনহা , কপর্োরেটার রত্না দত্ত সহ অন্যান্যরা৷ এদিন বোতাম টিপে এই ফোয়ার দুটির সূচনা করেন মেয়র৷