আগরতলায় কংগ্রেসের বাইক মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারী৷৷  স্বামী বিবেকানন্দ ময়দান থেকে কংগ্রেসের বাইক মিছিল শুরু হয়৷ মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে৷ বুধবার সকালে স্বামী বিবেকানন্দ ময়দান থেকে কংগ্রেসের বাইক মিছিল শুরু হয়৷ মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে৷ মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, আজকের তিনি অত্যন্ত আনন্দিত৷ যুবকরা দীর্ঘ পাঁচ বছর অনেক অত্যাচার ও বাধা উপেক্ষা করে পরিবর্তনের জন্য ঘর থেকে বের হয়ে এসেছে৷ আর এ পরিবর্তনের হাওয়া থেকে তিনি বললেন এর গতি আরো বেশি ত্বরান্বিত করতে হবে৷ কারণ রাজ্যের মানুষের স্বার্থে পরিবর্তন আনতেই হবে৷ তিনি এক প্রকার ভাবে নিশ্চিত করে বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে ত্রিপুরা থেকে বিজেপি বিদায় নিচ্ছে৷ উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা অজয় কুমার, প্রাক্তন  প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ৷