ঘাটোতা, ১৮ জানুয়ারি (হি.স.): হিমাচল প্রদেশে প্রবেশ করল কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। বুধবার সকালে হিমাচল প্রদেশের ঘাটোতায় কংগ্রেসের দলীয় পতাকা হস্তান্তরের পর শুরু হয় পদযাত্রা। সেই সময় ঘন কুয়াশা ছিল, সেই কুয়াশার মধ্যেই রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হয় ভারত জোড়ো যাত্রা। এদিন পদযাত্রা শুরু হওয়ার প্রাক্কালে রাহুল গান্ধী অভিযোগ করেছেন, সংসদে কথা বলতে দেওয়া হয়নি তাঁদের।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, ভারত জোড়ো যাত্রার আগে, আমরা সংসদে বিভিন্ন সমস্যা উত্থাপন করার চেষ্টা করেছি। কিন্তু তাঁরা সংসদে আমাদের সমস্যা উত্থাপন করতে দেয়নি, কথা বলতে দেওয়া হয়নি আমাদের। আমরা ভারতের প্রতিষ্ঠানের মাধ্যমেও তা করতে পারি না, বিচার বিভাগ হোক অথবা সংবাদ মাধ্যম, তাঁরা সবাই বিজেপি-আরএসএস-এর চাপে আছে। তাই আমরা কন্যাকুমারী থেকে যাত্রা শুরু করেছি।”
কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা সমাপ্ত হবে জম্মু ও কাশ্মীরে। এ প্রসঙ্গে রাহুল গান্ধী বলেছেন, “দেবভূমি হিমাচল প্রদেশে আসার জন্য, আমরা যাত্রার রুট পরিবর্তন করেছি। আমরা কম সময় দিতে পেরেছি, কারণ গান্ধীজির প্রয়াণ দিবসে আমাদের শ্রীনগর পৌঁছতেই হবে।” এদিন সকালে ভারত জোড়ো যাত্রায় অংশ নেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ও হিমাচলের প্রদেশ কংগ্রেস সভানেত্রী প্রতিভা সিং প্রমুখ।