শুধুমাত্র বিজেপিই গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে : অমিত শাহ

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.): দেশের সমস্ত রাজনৈতিক দলের মধ্যে শুধুমাত্র বিজেপিই সত্যিকার অর্থে গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে। মন্তব্য করলেন বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে অমিত শাহ বলেছেন, দেশের সমস্ত রাজনৈতিক দলের মধ্যে বিজেপিই গণতান্ত্রিকভাবে পরিচালিত দল। জনসঙ্ঘ প্রতিষ্ঠার পর থেকে এখনও পর্যন্ত বিজেপিতে বুথ থেকে জাতীয় সভাপতি পর্যন্ত নির্বাচন সব সময়ই দলীয় গঠনতন্ত্র মেনেই হয়েছে।

নতুন দিল্লির এনডিএমসি কনভেনশন সেন্টারে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে নাড্ডাজির মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। তাঁর নেতৃত্বে দলের সংগঠন বুথ থেকে জাতীয় স্তর পর্যন্ত ‘সেবাই সংগঠন’ নীতিতে কাজ করেছে।