ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ জানুয়ারি।। বিশালগড়ে ক্রিকেট। অনূর্ধ্ব ১৩ লীগ পর্যায়ের খেলা। বিশালগড় দ্বাদশ শ্রেণি স্কুল ১৬৪ রানের বিশাল ব্যবধানে সিপাহীজলা প্লে সেন্টারকে পরাজিত করেছে। বিশালগড় স্কুলের দ্বীপ দেবনাথ, অনিকেত লস্করদের বোলিং দাপটে সিপাহীজলার ছেলেরা ব্যাট হাতে উইকেটে দাঁড়াতেই পারেনি। বিশালগড় ক্রিকেট এসোসিয়েশন গ্রাউন্ডে ম্যাচ। সকাল ৯টায় খেলা শুরুতে টস জিতে বিশালগড় স্কুল দল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৪০ ওভারে ছয় উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সিদ্ধার্থ দেবনাথের ৭৯ রান, অনিকেত লস্করের ২৯ রান এবং সমরজিৎ চৌধুরীর ২৩ রান উল্লেখযোগ্য। সিপাহীজলার শ্রাবন্ত চৌধুরী দুটি উইকেট পেয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে সিপাহীজলা প্লে সেন্টার ৩০ ওভার ৫ বল খেলে ৩৬ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। সিপাহীজলার ছেলেরা উইকেটে টিকে থাকার হিম্মত দেখালেও ব্যাটে রানের খোঁজ যথাযথ পায়নি। অনিকেত আট রানে চার উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাবও পায়। এছাড়া, দীপ দেবনাথ চার রানে চারটি উইকেট পেয়েছিল।
2023-01-16

