নয়াদিল্লি, ১৫ জানুয়ারি (হি.স.) : রবিবার পোঙ্গল, মাঘ বিহু এবং মকর সংক্রান্তি উপলক্ষে জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি টুইট করে মাঘ বিহুর শুভেচ্ছা জানিয়ে আশা প্রকাশ করেন, এই উৎসব প্রকৃতির সাথে আমাদের বন্ধনকে আরও গভীর করবে এবং আনন্দ বয়ে আনবে। তিনি লিখেছেন, সকলকে, বিশেষ করে সারা বিশ্বের তামিলদের শুভ পোঙ্গল। এই উৎসব আমাদের জীবনে বয়ে আনুক সুখ ও সুস্বাস্থ্য। প্রধানমন্ত্রী মকর সংক্রান্তির শুভেচ্ছাও জানিয়েছেন। মকর সংক্রান্তি সূর্য দেবতাকে উৎসর্গ করা একটি উৎসব। মাঘ বিহু ফসল কাটার সাথে জড়িত একটি উৎসব। পোঙ্গল চার দিনের ফসল কাটার উৎসব। এটি সূর্য দেবতাকে উৎসর্গ করা হয়।
2023-01-15

