শালকুমারহাট, ১৪ জানুয়ারি (হি. স.) : আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের নেতারা যদি ঝামেলা করেন, তাহলে বিজেপির বুথকর্মীদের গরম চা খাওয়ানোর দাওয়াই দিলেন গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার । শনিবার আলিপুরদুয়ার-১ ব্লকের শালকুমারহাটে দলের অঞ্চল সম্মেলনে এসে বুথকর্মীদের মনোবল চাঙ্গা করলেন সুকান্তবাবু।
এদিকে আগামী ১৭ জানুয়ারি হাসিমারায় প্রশাসনিক কর্মসূচিতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তাই এদিনের কর্মসূচিতে রাজ্যের বিরোধী দলের সভাপতির নিশানায় ছিলেন মুখ্যমন্ত্রী। সভা থেকে বারবার তিনি মুখ্যমন্ত্রীকেই আক্রমণ করেছেন। দিদির দূতকে এদিন তিনি ‘দিদির ভূত’ বলেও কটাক্ষ করেন।
এদিন তিনি আরও বলেন, ‘দিদি এখন আর বাংলার গর্ব নন, এখন তিনি বাংলার গর্ত। কারণ, কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পের টাকা চুরি করছেন তৃণমূলের নেতারা। টাকা দেবে কেন্দ্র আর পোদ্দারি মারবেন তারা। আমরা আর চুরি করতে দেব না।’
সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে আলিপুরদুয়ার জেলাতেও আন্দোলন করে বিজেপি। আগামী দু-তিনদিনের মধ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল এই জেলায় আবাস দুর্নীতির তদন্তে আসতে চলেছে বলে সুকান্ত এদিন স্পষ্ট ঘোষণা করেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে সুকান্তর বক্তব্য, ‘এবার পঞ্চায়েত ভোট লুট হলে সাধু সাবধান। এজন্য বুথকর্মীদের প্রস্তুত থাকতে হবে। ঝামেলা হলেই গরম চা খাওয়াতে হবে। নীচে আপনারা সামলাবেন। আর উপরে আমরা আছি। সবে তো খেলা শুরু হয়েছে।’ এদিন রাজ্য সভাপতির কর্মসূচিতে জেলার একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন। তবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক সৌরভ চক্রবর্তী পালটা জবাব চান সুকান্ত মজুমদারের কাছে। সৌরভ বলেন, ‘বিজেপির সাংসদ ও বিধায়করা তো এতদিনেও কোনও কাজ করে দেখাতে পারলেন না। তাহলে সেই টাকা কী হল? আগামী ২৪ ঘণ্টার মধ্যে সাধারণ মানুষের সামনে সেই টাকার হিসেবে দেখাতে পারলে মনে করব সুকান্ত মজুমদার ভদ্র লোক।’

